বাগেরহাট ফাউন্ডেশনের
নামে প্রতারণা থেকে
সাবধান !!
****************
বাগেরহাট ফাউন্ডেশন বছরে একবার নিজস্ব ওয়েব সাইটসহ বিভিন্নভাবে ব্যাপক প্রচারপূর্বক দরিদ্র মেধাবী শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। ২০২৩ সালে ইতোমধ্যে শিক্ষাবৃত্তি '২২ প্রদান করা হয়েছে। পরবর্তি বৃত্তি ইনশাল্লাহ ২০২৪ সালে বিধি মোতাবেক প্রদান করা হবে। তাই বাগেরহাট ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিসহ যে কোন আর্থিক অনুদান বা সেবা সুবিধার উপকারভোগী হতে সুনির্দিষ্ট তথ্য না জেনে কোন প্রতারক চক্রের ফাঁদে পা না রাখতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
যে কোন প্রয়োজনে বাগেরহাট ফাউন্ডেশন কার্যালয়ে আসুন।
01733355760, 01712556061, 01735280736