বাগেরহাট ফাউন্ডেশন পরিচিতি

সালটা ছিলো ১৯৮১। বাগেরহাট তখন খুলনা জেলার একটি মহকুমা। তৎকালীন মহকুমা প্রশাসক জনাব মোশাররফ হোসাইনের ব্যক্তিগত আগ্রহ থেকে ১৯৮১ সালের ১৮ জানুয়ারি বাগেরহাট ফাউণ্ডেশনের যাত্রা শুরু হয়। প্রাথমিক পর্বে ফাউন্ডেশনের প্রধান কার্যাবলীর মধ্যে ছিলো  গরীব মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, দু:স্থ শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড় ও সরকারি বেসরকারি চাকুরীজীবীদের বিপন্ন পরিবারকে আর্থিক সহায়তা করা এবং বাগেরহাটের বিভিন্ন পর্যায়ের গুণী মানুষদের সম্মানিত করা। সময়ের পরিক্রমায় বাগেরহাট ফাউন্ডেশনের কাজের পরিধি বেড়েছে। ২০২০-২২ এর করোনা মহামারি বাগেরহাট ফাউন্ডেশনকে আরও কাজ করার সুযোগ করে দিয়েছে। এখন বাগেরহাটের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, পর্যটনের মত ইস্যুও ফা্ইউন্ডেশনের কর্মক্ষেত্রের আওতায়।  সমাজ সেবা অধিদফতরে নিবন্ধিত প্রতিষ্ঠানটি নিজস্ব গঠনতন্ত্র অনুসরন করে পরিচালিত। ৩৩ সদস্যের নির্বাহী পরিষদ তিন বছর মেয়াদে প্রতিষ্ঠানটি পরিচালনা করে।  বাগেরহাটের জেলা প্রশাসক পদাধিকার বলে সংগঠনের সভাপতি এবং জেলার প্রধান দশটি সামাজিক, সাংস্কৃতিক,  পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা নির্বাহী পরিষদের সদস্য অন্তর্ভুক্ত হয়ে থাকেন। বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের এমপি এবং  জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে ফাউন্ডেশনের উপদেষ্টা গণ্য হন।

সভাপতি
বাগেরহাট ফাউন্ডেশন

বাগেরহাটের ২৪ তম
জেলা প্রশাসক।

সাধারণ সম্পাদক
বাগেরহাট ফাউন্ডেশন

বিশিষ্ট সাংবাদিক
সাবেক সভাপতি বাগেরহাট প্রেস ক্লাব

বাগফা
বৃত্তি কার্যক্রম

বাগফা
গুণিজন সন্মাননা

বাগফা
পাঠাগার ও ডিজিটাল আর্কাইভ